Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুন ২০২৫

সিভিল টেকনোলজি পরিচিতি

দেশের অবকাঠামো উন্নয়নে সিভিল টেকনোলজি একটি অবিচ্ছেদ্য অংশ। রোড-কমিউনিকেশন, ব্রিজ, ড্রেনেজ, হাউজিং—সব ক্ষেত্রে এই টেকনোলজির ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের দক্ষতা দিয়ে জনসেবায় যুক্ত। সরকারি-বেসরকারি মেগা প্রকল্পে নিয়োজিত হয়ে তারা দেশের নির্মাণ খাতকে এগিয়ে নিচ্ছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে কনস্ট্রাকশন ব্যবসা শুরু করে অনেকেই সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

 

দেশের অবকাঠামো ও নির্মাণ খাতে দক্ষ টেকনিশিয়ান তৈরিতে এই টেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভিল টেকনোলজি এমন একটি বিভাগ যেখানে সড়ক, ব্রিজ, ভবন, ড্যাম, ড্রেনেজ ও অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনা সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। এটি একটি পুরনো ও গুরুত্বপূর্ণ প্রকৌশল শাখা।

 

আসন সংখ্যা ও ভর্তি তথ্য:

 

  • প্রতি বছর ২ শিফটে (সকাল ও বিকাল) মোট ২০০ জন শিক্ষার্থী (প্রতি শিফটে ১০০ জন) ভর্তি হতে পারে।
  • এটি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সবচেয়ে বেশি আসনবিশিষ্ট টেকনোলজি।

 

সুবিধা ও গুরুত্ব:

 

  • সরাসরি বাস্তব অবকাঠামো উন্নয়নে অংশগ্রহণ
  • সার্ভেয়িং, বিল্ডিং ডিজাইন ও নির্মাণ কাজ শেখা
  • সরকার ও বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরির সুবিধা

 

চাকরির সুযোগ:

 

  • এলজিইডি, পিডব্লিউডি, আরডিডিএ
  • রিয়েল এস্টেট কোম্পানি ও ঠিকাদারি প্রতিষ্ঠান
  • ডিজাইন ফার্ম, কনসালট্যান্ট অফিস
  • ফিল্ড সার্ভেয়ার, এস্টিমেটর, প্রজেক্ট সুপারভাইজার