Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুলাই ২০২৫

অধ্যক্ষ পরিচিতি

প্রকৌশলী প্রদীপ্ত খীসা

অধ্যক্ষ, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট

 

প্রকৌশলী প্রদীপ্ত খীসা

অধ্যক্ষ, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট

 

প্রকৌশলী প্রদীপ্ত খীসা ১৯৬৮ সালের ১৮ই জুন খাগড়াছড়ি জেলার অনন্ত মাস্টার পাড়ার এক শিক্ষাবিদ ও সমাজসেবী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব অনন্ত বিহারী খীসা একজন প্রখ্যাত শিক্ষাবিদ এবং খাগড়াছড়ির বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর মা, প্রয়াত শ্রীমতি চঞ্চলা খীসা ছিলেন একজন বিশিষ্ট সমাজকর্মী।

 

তিনি ১৯৯৪ সালে তৎকালীন বিআইটি, চট্টগ্রাম (বর্তমান চুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর থিসিস ছিল: “Production system optimization of Karnaphuli Paper Mills Limited using linear programming method”.

 

পেশাগত জীবনের শুরু হয় ১৯৯৪ সালে কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চট্টগ্রামে, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে। এরপর তিনি কাজ করেছেন মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, দেওরাছড়া টি এস্টেট সহ বহু প্রতিষ্ঠানে। ২০০০-২০০৫ পর্যন্ত তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে দায়িত্ব পালন করেন।

 

২০০৫ সাল থেকে তিনি চাঁদপুর, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, পটুয়াখালী, ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে যোগদানের পূর্বে সর্বশেষ তিনি ১১ মে, ২০২৪ থেকে ২৬ মে ২০২৫ পর্যন্ত কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৭ মে ২০২৫ তিনি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

 

শিক্ষাগত  পেশাগত প্রশিক্ষণঃ

ক) পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (ডিস্টিনশন), চা ব্যবস্থাপনা, ২০০১

খ) স্নাতকোত্তর (ব্যবস্থাপনা), জাতীয় বিশ্ববিদ্যালয়, ২০১৪

গ) NAEM রিফ্রেশার কোর্স-এ ১ম স্থান (২০১৫)

ঘ) প্রকিউরমেন্ট ট্রেনিং, বিয়াম ফাউন্ডেশন, ঢাকায় ১ম স্থান (২০১৮)

 

বৈদেশিক প্রশিক্ষন/সেমিনার/ওয়ার্কশপে অংশগ্রহণঃ

ক) সিঙ্গাপুর: “Mid-level manager” Training (২০১৫)

খ) দক্ষিণ কোরিয়া: Global HR Forum 2016 (সিউল), আয়োজক: বিশ্বব্যাংক

গ) ইতালি ও জার্মানি: ৮-১৫ জুন, ২০২৪ “Inclusive TVET Model” স্টাডি ট্যুর

 

সৃজনশীল  সাংস্কৃতিক কর্মকান্ডঃ

প্রকৌশলী প্রদীপ্ত খীসা ছাত্রজীবন থেকেই বিতর্ক, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, দাবা ও টেবিল টেনিসে পারদর্শী ছিলেন। ছাত্রজীবনে স্থানীয় ও বিভাগীয় শহর হতে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সৌখিন রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্পাদনা করেছেন একাধিক লিটল ম্যাগাজিন ও পত্রিকা — ‘নিবিলির ফুগুদিকানা’ (অরণ্যের খোলাজানালা) , ‘কিজিং’, ‘প্রয়াস’, ‘মৈত্রী’ প্রভৃতি। 

 

তিনি ছিলেন “সাস্ট অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি” এর সভাপতি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কক্সবাজার ও হবিগঞ্জ শাখার নেতৃস্থানীয় ব্যক্তি। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ।

 

গবেষণা  প্রকাশনাঃ

ক) বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন।

খ) প্রবন্ধ প্রকাশ: কারিগরি শিক্ষা, হোমিওপ্যাথি ও বৌদ্ধধর্ম বিষয়ে।

গ) ১৯৯৩ সালে চুয়েটে “Karnaphuli Hydro-station and its future in Bangladesh” শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন।

ঘ) বুয়েটে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে "Tea Manufacturing in Bangladesh: Problems and Prospects” শীর্ষক পেপার উপস্থাপন (২০০১) ।

 

পারিবারিক জীবনঃ

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

 

বড় ছেলে: ইইই ইঞ্জিনিয়ার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পাশ করে বর্তমানে ওয়ালটনে কর্মরত।

ছোট ছেলে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্ত্রী: মিসেস রীতা চাকমা, ইতিহাসে স্নাতকোত্তর; শিক্ষকতা ও এনজিওতে কর্মরত ছিলেন, বর্তমানে গৃহিণী।

 

প্রকৌশলী প্রদীপ্ত খীসা তাঁর অভিজ্ঞতা, সততা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে কারিগরি শিক্ষার মানোন্নয়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়ন ও অগ্রগতির জন্য তাঁর বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠানটি অগ্রসর হচ্ছে নতুন উচ্চতায়।